top of page

 

কবুতরের মাংস খাওয়ার উপকারিতা, কবুতরের মাংসের পুষ্টিগুন

কবুতরের মাংস শুনলেই জিব্বার ডগায় পানি চলে আসে অনেকের। তবে পোষা পাখি হিসেবে কবুতরের নাম তালিকার প্রথম দিকেই জায়গা পায়। এক সময় যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই কবুতর। আজকালও খবরের কাগজে কবুতরের গোয়েন্দাগিরি নিয়ে নানা খব দেখতে পাওয়া যায়। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে ছোট এই পোষা পাখিটির মাংসে রয়েছে চমৎকার পুষ্টিগুন। বেশি পুষ্টিকর খাবারের তালিকায় কবুতরের মাংসের কথা থাকবে না এমনটা কল্পনাও করা যায় না।

প্রিয় ভিজিটর, আজকের লেখাজুড়ে বিস্তারিত কথা হবে কবুতরের মাংসের পুষ্টিগুন, কবুতরের বাচ্চার মাংস খাওয়ার উপকারিতা, খাওয়ার নিয়ম, ও রান্না করার নিয়ম বা রেসিপি। কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়ার যাক সুস্বাদু ও পুষ্টিকর খাবারটি সম্পর্কে।

 

কবুতরের মাংসের পুষ্টিগুন

প্রচলিত আছে একটি কবুতর এর মাংসে থাকা পুষ্টি গুন ৯ টি মুরগির পুষ্টির সমান। এক গবেষণায় দেখা যায় অন্যান্য মাংসের তুলনায় কবুতরের মাংসে প্রায় ২-২৪ শতাংশ বেশি প্রোটিন রয়েছে। এবং এতে ফ্যাটের পরিমান খুবই সামান্য প্রায় ১ শতাংশ।  এছাড়াও এই মাংসে প্রচুর পরিমানে ভিটামিন এ, বি, ই ও ভিটামিন ডি এবং আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম ও কপার রয়েছে।

 

কবুতরের বাচ্চার মাংস খাওয়ার উপকারিতা

আশা করছি আপনি ইতিমধ্যে কবুতরের মাংস খাওয়ার উপকারিতা সম্পর্কে বেশ ভালো ধারনা পেয়ে গেছেন। প্রচুর পুষ্টিগুনের পাশাপাশি আরও কিছু বিশেষ উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক।

১) পুষ্টি পরিপূরক

বিশেষজ্ঞদের মতে কবুতরের মাংস একটি ভালো খাদ্যের পাশাপাশি ভালো ওষুধও। এরে শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান রয়েছে। কম চর্বি থাকায় এটি একটি ভালো পুষ্টিকর পরিপুরক। কবুতরের মাংস রক্তের লিপিড ও শর্করা বাড়ায় না।

২) রোগ প্রতিরোধক

কবুতরের মাংসে রয়েছে প্রচুর প্রোটিন ও ভিটামিন । যা আপনার শরীরের পুষ্টি চাহিদা পুরনের পাশাপাশি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ কার্যকরী। অস্ত্রপাচারের পর রোগীর ক্ষত পুনরুদ্ধার ও নিরাময়ে ভালো ভুমিকা পালন করে।

মধ্য বয়সী, বয়স্ক অসুস্থ, হাইপারলিপিডেমিয়া, কার্ডিওভাসকুলার এবং সেরিব্রোভাসকুলার রোগী, ডায়াবেটিস রোগীদের জন্য কবুতরের মাংস বিশেষ উপকারি।

৩) স্মৃতিশক্তি বৃদ্ধি ও স্কিনের উন্নতি

কবুতরের মাংস পুষ্টিতে সমৃদ্ধ এবং এতে থাকা পুষ্টি উপাদান মস্তিষ্কের উন্নয়ন ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। পাশাপাশি এটি আপনার স্কিন বা ত্বকের সতেজতা আনয়নে বেশ কার্যকরী।

৪) লিভার কিডনি ও রক্তের উন্নয়ন

চাইনিজ চিকিৎসা বিজ্ঞান মতে কবুতরের মাংস লিভারের উন্নতি সাধন ও কিডনি শক্তিশালী করে। এছাড়াও রক্ত পুষ্ট করে তোলে ও শরীরের অন্যনায় তরল উপাদানের মান উন্নয়নে ভুমিকা পালনকরে। যা আপনাকে দীর্ঘ স্থায়ী অসুস্থতা ও শারীরিক দুর্বলতা থেকে মুক্তি দেয়।

 

KOBUTOR

180.00৳Price
    No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.
    bottom of page